Logo

রাজধানী

রাজধানীতে নারী সহিংসতায় জড়িত রিংকু গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১২:৫০

রাজধানীতে নারী সহিংসতায় জড়িত রিংকু গ্রেপ্তার

রাজধানীর লালমাটিয়ায় নারী সহিংসতায় জড়িত গোলাম মোস্তাকিম রিংকুকে (৬২) গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। সোমবার (১০ মার্চ) দুপুরে মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘গত ১ মার্চ সন্ধ্যায় মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া হাউজিং সোসাইটির বয়েজ হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে চায়ের দোকানে ধুমপান করছিলেন দুই তরুণী। তখন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গোলাম মোস্তাকিম রিংকু তাদেরকে প্রকাশ্যে ধুমপান করতে নিষেধ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রিংকু তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। শারীরিকভাবে লাঞ্ছনার চেষ্টা করেন। এ ঘটনায় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আশেপাশের শতাধিক লোকজন ঘটনাস্থলে জড়ো হন। সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানার টহল টিম সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, গ্রেপ্তার রিংকুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • এনএমএম/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর