Logo

রাজধানী

শ্যামলী স্কয়ারে নারীদের লাঠিপেটা, যুবক গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৩:০০

শ্যামলী স্কয়ারে নারীদের লাঠিপেটা, যুবক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি সহিংসতাকারী রাসেল হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষিয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে মতিঝিল এলাকা হতে গ্রেপ্তার করে ডিবি সাইবার ফাইনান্সিয়াল ক্রাইম ইউনিট।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় গত ২৯ আগস্ট রাসেল শ্যামলী স্কয়ারের সামনে ভাসমান নারীদের প্রতি বিভিন্ন অবমাননাকর কথা বলে ও লাঠি দিয়ে আঘাতের মাধ্যমে সহিংস আচরণ করে। পরবর্তীতে সেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 

  • এনএমএম/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর