Logo

রাজধানী

শাহবাগ থেকে শিক্ষার্থীদের সরালো পুলিশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৩:২৬

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১টা ১৮ মিনিটে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। 

২২ মিনিট ধরে চলা এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে দুপুর ১টা ৪০ মিনিটে পুলিশ এসে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক ধর্ষণের ঘটনা ও নারীর প্রতি সহিংসতার বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে অবস্থান নেন রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টা নাগাদ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে এসে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

এ সময় তাদের ‘তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

  • এমএএস/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর