Logo

রাজধানী

রামপুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৫:২৬

রামপুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর রামপুরা বনশ্রীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সৌরভ খান (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বনশ্রী এ ব্লক শান্তা টাওয়ারের বিপরীত পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শুক্রবার (১৪ মার্চ) ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো. সৌরভ খান পেশায় একটি ট্রাভেলস এজেন্সির কর্মী ছিলেন। তিনি যশোরের শার্শা থানার ভবের বের গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। নিহত সৌরভ পরিবার নিয়ে রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার তিন বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

সৌরভের মামা মো. সাইফুল ইসলাম জানান, তার ভাগ্নে পল্টনে একটি ট্রাভেলস এজেন্সিতে চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার এসআই মো. হাসানুজ্জামান জানান, বনশ্রী এ ব্লকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা কোনো যানবাহনের ধাক্কায় সৌরভ খান রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থল থেকে ভাঙা অবস্থায় তার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে কোন যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা চিহ্নিত করা যায়নি।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এআইবি/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর