Logo

রাজধানী

২৪ ঘণ্টায় ডিএমপির ৬৬৭ টহল ও ৭১ চেকপোস্ট : গ্রেপ্তার ১৯৬, মামলা ৫৭

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৬:৫১

২৪ ঘণ্টায় ডিএমপির ৬৬৭ টহল ও ৭১ চেকপোস্ট : গ্রেপ্তার ১৯৬, মামলা ৫৭

চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ঢাকা মহানগর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিসহ পুলিশি টহল জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) । গত ২৪ ঘণ্টায় ৬৬৭ টি টহল ও ৭১ টি চেকপোস্ট পরিচালনা করে ১৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্র জানা যায়, শুক্রবার রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম ঢাকা মহানগর এলাকায় টহল পরিচালনা করে।  এরমধ্যে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান বলেন, টহল টিমের সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ জন ডাকাত, ১৩ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, তিনজন চাঁদাবাজ, আটজন চোর, ১৪ জন মাদক কারবারি, ২৭ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।

তিনি বলেন, অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি সামুরাই, তিনটি চাকু, দুটি দা, একটি সুইচ গিয়ার, পাঁচটি লোহার রড, তিনটি ল্যাপটপ, ২০টি টিন, একটি প্রাইভেটকার ও নগদ ১ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ  মাদকও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টায় এসব ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৭টি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর