রেড ক্রিসেন্ট সোসাইটিতে দুই গ্রুপের সংঘর্ষ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ২২:১৭

রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় কমপক্ষে পাঁচজন ভলেন্টিয়ার আহত হয়েছেন।
রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. তুহিন, আল আমিন, মোহাম্মদ আলী, তৌকির ও রমিত।
জানা গেছে, রায়হান গ্রুপ ও কিশোর যুব প্রধান গ্রুপের মধ্যে কমিটি নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্প ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যার) মগবাজার ফোর্সের একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছায়। সেনাবাহিনী ও র্যাবের উপস্থিতির খবর পেয়ে সংঘর্ষে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রেড ক্রিসেন্ট সোসাইটির সূত্রে জানা যায়, এই সংঘর্ষে জড়িতরা সকলেই সংগঠনের ভলান্টিয়ার সদস্য। সংঘর্ষের পেছনে আগের কমিটি এবং বর্তমান ভলান্টিয়ারদের মধ্যে বিরোধকে দায়ী করা হচ্ছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে এলাকা। এদিকে যারা আহত হয়েছে তাদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী ঘটনাটির তদন্ত শুরু করেছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
জানা গেছে, এ ঘটনাকে কেন্দ্র করে রেড ক্রিসেন্ট সোসাইটির ভলান্টিয়ারদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সংগঠনের শীর্ষ পর্যায় থেকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়া হয়েছে।
হাতিরঝিল থানা পুলিশ রেডক্রিসেন্ট সোসাইটির সদরদপ্তরে দুই গ্রুপের মারামারির ঘটনায় ২০ ভলেন্টিয়ারকে আটক করেছে।
আটককৃতদের পরিবারের দাবি, পরিচালকের ৩ কোটি টাকার দুর্নীতি ঢাকতে পরিচালকের গ্রুপের সঙ্গে সাধারণ ভলেন্টিয়ারদের মারামারি হয়।
জেসি/ওএফ