Logo

রাজধানী

মিরপুরে ধর্ষণের অভিযোগে আটক ২

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০০:২২

মিরপুরে ধর্ষণের অভিযোগে আটক ২

রাজধানীর মিরপুরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি জানান, এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ওই নারী নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিয়েছেন। তবে তিনি আসলেই সাংবাদিক কিনা তা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। 

ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

এনএমএম/ওএফ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রাজধানী ধর্ষণ সাংবাদিক গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর