শিশু ধর্ষণের অভিযোগ
খিলক্ষেতে পুলিশের গাড়িতেই কিশোরকে গণধোলাই

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০১:৫৬

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন রাত ১টার দিকে বাংলাদেশের খবরকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ওসি নিজেও আহত বলে জানিয়েছেন। একই সময়ে পুলিশের গাড়িতে হামলা ও পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেলও নিক্ষেপ করা হয়।
তিনি বলেন, পুলিশের গাড়িতে হামলার একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে এক কিশোরের বিরুদ্ধে। পরে রাতে খিলক্ষেত এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর গণপিটুনিতে অভিযুক্ত কিশোর গুরুতর আহত হয়।
অভিযুক্ত কিশোরের নাম জান। তার বয়স আনুমানিক ১৬ অথবা ১৭ বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এই ঘটনার কিছু ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, রাস্তায় পুলিশের গাড়ির ওপরে উঠে অভিযুক্ত কিশোরকে মারছে উত্তেজিত জনতা। বিপুল সংখ্যক মানুষ গাড়ির ওপরে উঠায় গাড়িটিও ভেঙে গেছে।
এনএমএম/ওএফ