Logo

রাজধানী

ফাহমিদুল বাদ পড়ায় ভক্তদের বিক্ষোভ, সিন্ডিকেটমুক্ত ফুটবল দলের দাবি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৪:৪২

ফাহমিদুল বাদ পড়ায় ভক্তদের বিক্ষোভ, সিন্ডিকেটমুক্ত ফুটবল দলের দাবি

ভারতের বিপক্ষে আসন্ন এশিয়া কাপ বাছাই ম্যাচকে ঘিরে জাতীয় ফুটবল দল গঠনে তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলামের বাদ পড়ায় সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সৌদি আরবের প্রস্তুতি ক্যাম্প শেষে বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় না ফিরে ইতালি চলে যাওয়ার পর কোচ হাভিয়ের কাবরেরার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার পাশাপাশি দল গঠনে কোচের ভূমিকা ও জাতীয় দলে সিন্ডিকেটের প্রভাব নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সমর্থকরা।

বুধবার (১৯ মার্চ) দুপুর ১২টায় শাহবাগে সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবলপ্রেমীরা ফাহমিদুলকে দ্রুত জাতীয় দলে ফেরানোর দাবিতে স্লোগান দেন। তাদের স্লোগানে উঠে আসে, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘২৪-এর বাংলায় সিন্ডিকেটের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, ফাহমিদুল ফাহমিদুল’, ‘জনে জনে খবর দে, সিন্ডিকেটের কেটের কবর দে’, ‘ব্রিং বেক ফাহমিদুল’, ‘আয়রে সিন্ডিকেট দেখে যা, আইছে তোর বাপেরা’, ‘বা বাফুফে চমৎকার, সিন্ডিকেটের পাহারাদার’ ইত্যাদি।

সমর্থকদের প্রধান দাবিসমূহ
১. সিন্ডিকেটমুক্ত ফুটবল দল ঘোষণা করতে হবে।

২. ফাহমিদুলকে বাদ দেওয়ার কারণ তদন্ত করে রিপোর্ট প্রকাশ করতে হবে।

৩. ফাহমিদুলকে জাতীয় দলে ফেরানোর আগে টিম বাস ছাড়তে দেওয়া হবে না।

৪. ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে ফাহমিদুলকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।

ফাহমিদুল ইসলামকে কোচ হাভিয়ের কাবরেরা তার আবিষ্কার হিসেবে আখ্যায়িত করেছেন। ১৮ বছর বয়সী এই উদীয়মান ফুটবলারকে সৌদি ক্যাম্পে রাখা হয়েছিল কোচের অনুরোধেই। তবে দেশে ফিরে কাবরেরা বলেছেন, ‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। সে মেধাবী খেলোয়াড়, তবে তার উন্নতির জন্য আরও সময় প্রয়োজন।’

এদিকে, ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে হামজা চৌধুরীর অভিষেক হতে যাচ্ছে। ২০ মার্চ ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে বাংলাদেশ দল শিলংয়ের উদ্দেশে রওনা দেবে। তবে ফাহমিদুলের বাদ পড়া নিয়ে সমর্থকদের মধ্যে হতাশা ও ক্ষোভ রয়েছে। ভবিষ্যতে ফাহমিদুল আবারও জাতীয় দলের জার্সি গায়ে খেলার সুযোগ পাবেন কি না অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।

  • জেসি/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ সমর্থক ফুটবল দল ফুটবল ফাহমিদুল ইসলাম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর