ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীকে ধাক্কা দিল যাত্রীবাহী বাস

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৫:২১
-67e123ffd18b9.jpg)
রাজধানীর শাহবাগ মোড়ে ট্রাফিক সহায়কের দায়িত্ব পালনরত অবস্থায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম মো. মেহেদী (২২)।
সোমবার (২৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে শাহবাগ গোলচত্বরে এ দুর্ঘটনাটি ঘটে।
এঘটনায় বাসচালক সোহেলকে আটক করেছে ট্রাফিক পুলিশ। শাহবাগ ট্রাফিক সার্জেন্ট রেজাউল হক বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আহত মেহেদী ধানমন্ডি নিউ মডেল কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং শাহবাগ মোড়ে ট্রাফিক সহায়ক হিসেবে কাজ করছিলেন। মেহেদীর বাড়ি রাজধানীর হাজারীবাগ এলাকায়। তার বাবার নাম চান মিয়া।’
তিনি আরও বলেন, ‘মিরপুরগামী বিকল্প পরিবহনের একটি বাস মেহেদীকে ধাক্কা দিলে তিনি ডান পায়ে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে, তবে তার অবস্থা গুরুতর নয়।
এনএমএম/এমআই