Logo

রাজধানী

কেরানীগঞ্জে যুবলীগ নেতা খালেক গ্রেপ্তার

Icon

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৬:৩৯

কেরানীগঞ্জে যুবলীগ নেতা খালেক গ্রেপ্তার

ঢাকা জেলা যুবলীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে জেলা দক্ষিণ ডিবি পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টায় কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের কাঠালতলী চন্ডিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত খালেক চন্ডিপুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে।

জানা গেছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আব্দুল খালেক আত্মগোপনে ছিলেন। সর্বশেষ ৪ আগস্ট কেরানীগঞ্জের ঘাটারচরে ছাত্র জনতা ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্রধারী সন্ত্রাসীদের পাশে তাকে দেখা যায়। তবে তিনি অদৃশ্য কারণে হত্যা মামলা থেকে বেঁচে যান। নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি খালেকের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় নাশকতার মামলা রয়েছে। 

এ বিষয়ে ঢাকা জেলা দক্ষিণ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কেরানীগঞ্জ মডেল থানায় পাঠানো হয়েছে।’

মো. এরশাদ হোসেন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর