Logo

রাজধানী

টেস্ট ড্রাইভের কথা বলে গাড়ি ছিনতাই, অস্ত্রসহ গ্রেপ্তার ১

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১২:০৪

টেস্ট ড্রাইভের কথা বলে গাড়ি ছিনতাই, অস্ত্রসহ গ্রেপ্তার ১

রাজধানীর শাহবাগ এলাকা থেকে টেস্ট ড্রাইভের কথা বলে টয়োটা হেরিয়ার জীপ গাড়ি ছিনতাইয়ের ঘটনায় গাড়ি এবং বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত (২৫ মার্চ) গভীর রাতে গুলশানের আমারই ঢাকা নামক হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতের নাম আহসান আহমেদ ওরফে মাসুম (৩৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ছিনতাই হওয়া জীপ গাড়ি, একটি ম্যাগজিনসহ পাঁচ রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তল ও তিনটি মোবাইলফোন উদ্ধার করা হয়।

এর আগে, গত ৮ মার্চ রাত সোয়া আটটার পর রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশনের নিচ থেকে গাড়িটি ছিনতাই হয়। এদিন শাহবাগ থানা সূত্র জানায়, গাড়ি আমদানি ও বিক্রির ব্যবসা করেন মাশরুর নাঈর। তার প্রতিষ্ঠান হুইল ডিলস থেকে একটি এসইউভি কেনার জন্য যোগাযোগ করেন এক ব্যক্তি। পরে গাড়ি দেখতে এসে পরীক্ষামূলকভাবে গাড়িটি চালিয়ে দেখতে চান ক্রেতা। কিছুক্ষণ পর গাড়িতে থাকা ব্যবসায়ীর প্রতিনিধির মাথায় অস্ত্র ঠেকিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী চক্র। টয়োটা হ্যারিয়ার (হাইব্রিড) ব্র্যান্ডের এ গাড়ির দাম আনুমানিক মূল্য প্রায় ৮৫ লাখ টাকা।

এ ঘটনায় ৯ মার্চ ডিএমপির শাহবাগ থানায় একটি মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী মাশরুর নাঈর।

এনএমএম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর