Logo

রাজধানী

পল্লবীতে ঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২১:৫৫

পল্লবীতে ঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীর একটি আবাসিক ভবনের রান্না ঘরে লাগা আগুনে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে ধোয়ায় সাপোকেশনে মারা যান ওই বৃদ্ধা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টায় ফায়ার সার্ভিসের কাছে খবর আসে বর্ধিত পল্লবীর ১২তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের আটতলার একটি ফ্ল্যাটের রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ওই খবরে পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ৩২ মিনিটে। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ভবনে আগুন ও ধোঁয়ায় মারা যান ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

এনএমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর