পুলিশ প্লাজার সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৭:৪৯

ডিশ ব্যবসায়ী সুমন মিয়া। ছবি : সংগৃহীত
রাজধানীর গুলশানে হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে সুমন নামে এক ডিশ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনার মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (২৬ মার্চ) দুপুরে উত্তরার র্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ২০ মার্চ রাতে ডিশ ব্যবসায়ী সুমনের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। এ হত্যার নেপথ্যে মহাখালী এলাকার ‘সেভেন স্টার গ্রুপের’ সদস্যদের জড়িত থাকার অভিযোগ করেছেন তার পরিবার।
ইন্টারনেট সংযোগের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি তাদের। ওই ঘটনায় সুমনের স্ত্রী মৌসুমি আক্তার বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা করেন।
এনএমএম/এমবি