ঈদের কেনাকাটা
ছুটির দিনে ক্রেতাদের উপচে পড়া ভিড়

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:৫৪

রাজধানীর নিউ মার্কেট থেকে তোলা ছবি
দরজায় কড়া নাড়ছে ঈদ। উৎসবকে রাঙিয়ে তুলতে শেষ সময়ে দিনের শুরু থেকেই শপিংমলগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কসমেটিকসের দোকানেও জমজমাট হয়ে উঠেছে ঈদ কেনাকাটা। সবমিলিয়ে রাজধানীর শপিংমলগুলোতে ক্রেতাদের চাপ বেড়েছে কয়েকগুণ।
শেষ সময়ে ক্রেতাদের এমন উপস্থিতিতে ভালো ব্যবসার প্রত্যাশা করছেন বিক্রেতারা।
বুধবার (২৬ মার্চ) রাজধানী সুপার মার্কেট, নিউমার্কেট, গাউছিয়া, এলিফ্যান্ট রোড ও আজিজ সুপার মার্কেটে ঘুরে বেশ ভিড় দেখা গেছে। কাপড়, জুতা, কসমেটিকস কিংবা গহনার দোকান— সবখানেই বেড়েছে ক্রেতার চাপ।
ক্রেতারা বলছেন, ঈদের আগে ছুটির দিন পাওয়ায় কেনাকাটা করতে বেশ সুবিধা হচ্ছে। পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে ছুটির দিন ছাড়া তেমন সময়ও পাওয়া যায় না।
ব্যবসায়ীরা জানান, অন্যান্য দিনের তুলনায় আজ চাপ বেড়েছে কয়েকগুণ। ছুটির দিন হওয়ায় শেষ সময়ের কেনাকাটা করছেন ক্রেতারা। ফলে শুরুর দিকের ক্রেতা ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
বরাবরের মতো এবারও রোজার শেষ দিনগুলোতে মাঝরাত পর্যন্ত খোলা রাখা হচ্ছে শপিংমল ও বিপণিবিতানগুলো। আর এতে সকাল থেকে রাত— দিনের বেশিরভাগ সময় কেনাকাটা করতে পারছেন ক্রেতারা।
এদিকে ঢাকার বিভিন্ন মার্কেটে ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও নিরাপত্তা নিশ্চিতের কাজ করতে দেখা গেছে। এলিট ফোর্স র্যাবও নিরাপত্তার কাজে সহযোগিতা করছে।
এনএমএম/এটিআর/ওএফ