বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশ
টিকিট কালোবাজারি চক্রের ৬ জন গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৩:৩৯

বাংলাদেশের খবরের ডিজিটাল এডিশনে ‘ট্রেনের টিকিটে কারসাজি, কমলাপুরে বাড়তি দামে বিক্রি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। বৃহস্পতিবার (২৭ মার্চ) তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩১৪টি আসনের ৮২টি টিকিট ও বিপুলসংখ্যক সিম উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বেলা ২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে র্যাব।
এর আগে বুধবার (২৬ মার্চ) ‘ট্রেনের টিকিটে কারসাজি, কমলাপুরে বাড়তি দামে বিক্রি’ শিরোনামে বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশ হয়। এতে রেলস্টেশনের টিকিট মাস্টারদের কালোবাজারিতে জড়ানোর বিষয়টি উঠে আসে।
বাংলাদেশের খবরের অনুসন্ধানে কমলাপুর রেল স্টেশনের টিকিট মাস্টারদের এমন ‘অবৈধ’ কাজ ধরা পড়ে বুধবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে। ওই সময় কমলাপুর স্টেশনের তিন নম্বর কাউন্টারে হঠাৎ হট্টগোল শুরু হয়। টিকিট প্রত্যাশী কয়েকজন যাত্রী কাউন্টারে উচ্চস্বরে কথা বলেন।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কমলাপুর রেলস্টেশনে ঘুরে দেখা যায়, যেখানে টিকিট কালোবাজারি ঠেকাতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে সেখানে খোদ স্টেশনের টিকিট মাস্টারই কালোবাজারির সাথে জড়িত।
স্টেশন থেকে টিকিট সংগ্রহের জন্য যারা লাইনে দাঁড়িয়েছেন, সংকট দেখিয়ে তাদের কাছে তৃতীয় ব্যক্তির মাধ্যমে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করছেন টিকিট মাস্টাররা।
সরাসরি গিয়ে জানা যায়, কালোবাজারির সদস্যরা বাইরে লাইনে ঘুরে ঘুরে টিকিট বিক্রি করছেন। আর কাউন্টারের ভেতরে বসে টিকিট মাস্টার একেকটি টিকিটের মূল্য তার নির্ধারিত দামের চেয়েও কয়েকগুণ বেশি দাম ধরে ছাড়ছেন। এ সময় তার কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি কাউন্টার ছেড়ে পালিয়ে যান।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ‘পরিবারের সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছি। দেশ স্বাধীন হয়েছে কিন্তু সিন্ডিকেট এখনো বন্ধ হয়নি। স্টেশনে রেলের টিকিট কালোবাজারি সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
এনএমএম/এমজে