রাজধানীতে ছাত্রদল নেতা আফজালের ঈদ উপহার বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৭:২৫
-67e92a209730a.jpg)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আফজাল রহমান ঈদ উপহার বিতরণ করেছেন। রোববার (৩০ মার্চ) রাজধানীর মতিঝিল, পুরানা পল্টন, প্রেসক্লাব, হাইকোর্ট, মৎস্য ভবন এলাকায় ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
আফজাল বলেন, ‘ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছরই অসহায় মানুষকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি। এ বছরও তারই ধারাবাহিকতায় ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমি সামজিক দায়বদ্ধতা থেকে সমাজের অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এমন উদ্যোগ নিয়েছি। আমি চেষ্টা করেছি, কিছু বাস্তুহীন মানুষের নিকট আমার এই ক্ষুদ্র উপহার পৌঁছে দিতে।’
এএইচএস/এমজে