Logo

রাজধানী

মিথ্যা তথ্যে সংবাদ প্রকাশ

আইনি পদক্ষেপে যাচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৪:৩৯

আইনি পদক্ষেপে যাচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ

বর্তমান সরকারের উপদেষ্টা ও প্রাক্তন ছাত্র সমন্বয়কদের জন্য ফ্রি রুম এবং অন্যান্য পরিষেবা প্রদান নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য সম্পর্কিত খবরটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এ ধরনের সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সাংবাদিক ও মিডিয়া হাউসের উচিত ছিল হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা। সেটা না করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, এ ধরনের প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং এর কোনো সত্যতা নেই।

মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে আমাদের হোটেল, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সুনাম ক্ষুণ্ণ করার এ প্রচেষ্টাকে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এ বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি। এ ধরনের মানহানিকর খবর ছড়ানোর জন্য দায়ী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

হোটেল কর্তৃপক্ষ আশা করছে, ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশন থেকে সংশ্লিষ্ট গণমাধ্যম বিরত থাকবে।

এনএমএম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর