Logo

রাজধানী

রাজধানীতে গণপিটুনিতে ২ যুবকের মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৯:১৮

রাজধানীতে গণপিটুনিতে ২ যুবকের মৃত্যু

রাজধানীতে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নাদিম ও মাসুদ। এ ঘটনায় সোহাগ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে কামরাঙ্গীরচরের সিলেটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, কয়েকদিন আগে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় এক ব্যবসায়ী সিলেটিয়া বাজার এলাকার কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলাটি তুলে নিতে একটি চক্র ওই ব্যবসায়ীকে হুমকি দিয়ে আসছিল।

সবশেষ, বুধবার রাতে ৪–৫ জন যুবক বাজার এলাকায় গিয়ে ব্যবসায়ীকে হুমকি দিতে গেলে স্থানীয়দের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে উত্তেজিত এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়।

এ সময় মাসুদ ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় নাদিম ও সোহাগকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাদিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত নাদিম লালবাগের শহিদ নগর এলাকার সুলতান মিয়ার ছেলে এবং মাসুদ কামরাঙ্গীরচরের আচারওয়ালা ঘাট এলাকার সোনা মিয়ার ছেলে।

মরদেহ দুটি বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। আহত সোহাগ হাসপাতালে চিকিৎসাধীন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর