Logo
Logo

রাজধানী

শ্যামপুরের আগুনের ঘটনায় ২ জনের মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৯:২৬

শ্যামপুরের আগুনের ঘটনায় ২ জনের মৃত্যু

রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মো. জামাল হোসেন (৫০) ও তুষার (৩৫)।  জামাল আজ ( রোববার) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এর আগে, গত সোমবার (২৯ অক্টোবর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে শ্যামপুরের একটি বিল্ডিংয়ের সপ্তম তলায় জমে থাকা গ্যাসে  হঠাৎ আগুন লাগে। এতে জামালসহ তার সঙ্গী তুষার ও জামিল  দগ্ধ হন। পরে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তুষারের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, তুষারের শতভাগ ও জামালের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় দগ্ধ জামিলের (২৪) অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। 

নিহত তুষারের ভাই দিপু জানিয়েছেন, ওই ভবনের ছয়তলায় থাকতেন জামাল ও জামিল। ঘটনার দিন রাতে তারা দুজনই তুষারের রুমে আড্ডা দিচ্ছিলেন। সেখানে তিনজনই দগ্ধ হন।

এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর