Logo
Logo

রাজধানী

ঢাকার দূষিত বায়ু থেকে বাঁচতে মাস্ক পরার পরামর্শ মন্ত্রণালয়ের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৯

ঢাকার দূষিত বায়ু থেকে বাঁচতে মাস্ক পরার পরামর্শ মন্ত্রণালয়ের

প্রতিকী ছবি

ঢাকার দূষিত বায়ু থেকে বাঁচতে বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার বায়ুমান মাঝে মাঝে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছাচ্ছে (AQI>250)। তাই জনগণকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। এই অবস্থায় বাইরে যাওয়ার সময় মাস্ক পরতে এবং সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

ঢাকায় বায়ুমানের এই অবস্থার প্রেক্ষিতে, জনগণকে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে নিয়মিত বায়ুমানের তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। বিশেষ করে বাচ্চা, বৃদ্ধ এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে আহ্বান জানানো হয়েছে। ইটভাটা, শিল্পকারখানার মালিকদের এবং সাধারণ জনগণকে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এসব পদক্ষেপের মধ্যে রয়েছে 

- কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা।

- নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা।

- নির্মাণসামগ্রী ঢেকে রাখা।

- নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেয়া।

- নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুইবার পানি ছিটানো।

- পুরনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করা।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে। 

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর