Logo
Logo

রাজধানী

রাজধানীর কাকরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৬

রাজধানীর কাকরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতীকী ছবি

রাজধানীর কাকরাইলে সড়ক দুর্ঘটনায় মো. শাহজাহান মোল্লা (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কাকরাইল আঞ্জুমান মফিদুল ইসলাম ভবনের সড়কে ঘটনাটি ঘটে।

নিহত মো. শাহজাহান মোল্লা মাদারীপুর জেলা শিবচর উপজেলার গাছিকান্দি গ্রামের মৃত আমজাদ মোল্লার ছেলে। বর্তমানে সবুজবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি পেশায় ঠিকাদার ছিলেন।

জানা গেছে, সোমবার (২৩ ডিসেম্বর) রাতে সবুজবাগ থেকে মাটি ড্রাম ট্রাকে শ্রমিকসহ নিয়ে বিজয় নগরে মাটি কাটার উদ্দেশ্যে আসেন। অন্য ট্রাকের পথ দেখিয়ে দেওয়ার জন্য গাড়ি থেকে নেমে কাকরাইলে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মো. শাহজাহান মোল্লাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে রমনা থানার উপপরিদর্শক এসআই মো. মিজানুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিক যানবাহটি শনাক্ত করা যায়নি।

এআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর