Logo
Logo

রাজধানী

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ২০:৪৭

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সিদ্দিকুন নেসা নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার নাম ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তার আনুমানিক বয়স ৮০ বছর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ওই নারীর মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ৭ টায় রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় এক রিকশাচালক ওই নারীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

রিকশাচালক মো. শহিদুল ইসলাম জানান, কে বা কারা ওই নারীকে আহত অবস্থায় প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে রেখে চলে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের কয়েক কর্মচারী তাকে আমার রিকশায় তুলে দিয়ে ঢামেকে নিয়ে যেতে অনুরোধ করেন। পরে আমি এই হাসপাতালে নিয়ে আসি। মুগদা হাসপাতালের টিকিটে তার নাম লিখা রয়েছে সিদ্দিকুন নেসা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

এআইবি/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর