Logo
Logo

রাজধানী

পাওনা আদায়ের নামে চাঁদাবাজি, জনবল সংকটে পুলিশের তদন্তে ধীর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৯

পাওনা আদায়ের নামে চাঁদাবাজি, জনবল সংকটে পুলিশের তদন্তে ধীর

পাওনা টাকা আদায়ের নামে চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অলকা মণ্ডল নামের এক নারীর। তিনি রাজধানীর মিরপুর-১০ নম্বরের ডি/২ ব্লকের বাসিন্দা।

পেশায় গৃহকর্মী অলকা জানান, ২০২০ সালে পল্লবীতে (ব্লক-সি, এভিনিউ-৫, সেকশন-১১) শেফালী-রাজু দম্পতির বাসায় তিনি ভাড়া থাকতেন। সে সময় জরুরি প্রয়োজনে মাসে আট হাজার টাকা সুদ দেওয়ার মৌখিক শর্তে তাদের কাছ থেকে চল্লিশ হাজার টাকা ধার নেন। শর্ত মোতাবেক টানা এক বছর টাকা পরিশোধ করেন। ২০২১ সালে বাসা ছেড়ে দিলে ওই দম্পতি জোর করে তার বাসা থেকে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে যান।

পঞ্চাশোর্ধ অলকার অভিযোগ, ২০২৩ সালে অভিযুক্তরা জোরপূর্বক অলকা ও তার ছেলে সবুজ মণ্ডলকে (২৫) বাসা থেকে তুলে নেন। প্রচণ্ড মারধর করে দুইশ টাকার স্ট্যাম্পে দুই লাখ টাকা পাওনার দুটি চুক্তিনামায় সই করিয়ে নেন। পরে বিভিন্ন সময়ে অলকাদের থেকে আরও ৪৫ হাজার টাকা নেন।

এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অলকা মণ্ডল। অভিযোগ থেকে জানা যায়, গত ৫ আগস্টের পর শেফালী ও রাজু আবারও টাকা দাবি শুরু করেন। তারা এলাকার যুবক মুরাদের নেতৃত্বে ২০-২৫ জনকে নিয়ে তাদেরকে গালিগালাজ করেন। আরও টাকা না দিলে বাসা থেকে আবারও তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন। এ পরিস্থিতিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

এ বিষয়ে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম অবগত আছেন বলে জানান। তিনি বলেন, লোকবল সংকটের কারণে থানা এলাকার নিয়মিত আইনশৃঙ্খলারক্ষা কার্যক্রমের পাশাপাশি অন্যান্য তদন্ত করতে বেগ পেতে হচ্ছে। 

এসএমইউ/এইচকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর