জিন্নাহর অবদানে বাংলাদেশের জন্ম : সেমিনারে বক্তারা
বাংলাদেশ প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৬
পাকিস্তানের জাতির জনক মুহাম্মদ আলী জিন্নাহর ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নবাব সলিমুল্লাহ একাডেমির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই সেমিনারে বক্তারা মন্তব্য করেন, ‘মুহাম্মদ আলী জিন্নাহ না থাকলে পাকিস্তান সৃষ্টি হতো না, আর পাকিস্তান না থাকলে বাংলাদেশও সৃষ্টি হতো না।’
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা পাকিস্তান সৃষ্টিতে জিন্নাহর অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক উন্নত করার প্রতি গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে পাকিস্তান সম্পর্কিত কোনো অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি, কারণ এর ফলে ‘পাকিস্তানের ট্যাগ’ লাগানো হত এবং মামলা-হামলা হতো। তবে এই সেমিনারে কোনো বাধা ছাড়াই জিন্নাহ’র জন্মদিন উদযাপন করতে পেরে তারা আনন্দিত।
মোহাম্মদ আব্দুল জব্বার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘পাকিস্তানের সাথে ব্যবসা-বাণিজ্য নিয়ে শীঘ্রই সুখবর দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সূর্যসেন হলের পূর্ব নাম ছিলো মোহাম্মদ আলী জিন্নাহ হল। তিনি সেই নাম পুনঃস্থাপন করার দাবি জানান।
অনুষ্ঠানে বক্তারা ভারতের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থেকে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক উন্নতির ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে উপস্থিত ছিলেন নবাব সলিমুল্লাহ একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শুভ, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, এবং গণঅধিকার পরিষদ একাংশের সদস্য সচিব ফারুক হাসান। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ‘ধর্মনিরপেক্ষ জিন্নাহ’ বইয়ের লেখক সেলিনা করিম, ডকুমেন্টারি নির্মাতা এবং আইনজীবী এইশা গাজী। পাকিস্তান থেকে অনলাইনে যুক্ত হন চলচ্চিত্র নির্মাতা রাজা মুহাম্মদ ফাহাদ এবং পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফোরামের আহ্বায়ক মোহাম্মদ কামরান সাহেদ ওসমানি।
এনকেবি/এমএইচএস