ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. মহিন উদ্দিন (৩২) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে মইনুল ইসলামসহ কয়েকজন কারারক্ষী তাকে বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’
তিনি কোন মামলায় বন্দী ছিলেন, তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারেননি হাসপাতালে নিয়ে আসা কারারক্ষীরা।
ওই কারাবন্দীর বাবার নাম মৃত বেচু মিয়া।
এআই/এমজে