Logo
Logo

রাজধানী

ফায়ারফাইটার নয়নের জানাজা সম্পন্ন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৫

ফায়ারফাইটার নয়নের জানাজা সম্পন্ন

ছবি : সংগৃহীত

ফায়ারফাইটার মো. সোহানুর জামান নয়নের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদ জোহর ঢাকার বঙ্গবাজারের বিপরীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে এ জানাজায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর পৌঁছায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে এবং প্রায় সাত ঘণ্টা পর, ২৬ ডিসেম্বর সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক সোহানুর জামানকে ধাক্কা দেয় এবং পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হযলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. সোহানুর জামান নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামে। তার বাবা আক্তারুজ্জামান। তার মূল কর্মস্থল ছিল সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশন, তবে তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত ছিলেন।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর