Logo
Logo

রাজধানী

সবুজবাগে স্ত্রীকে ‘শ্বাসরোধে হত্যা করে’ পালালেন স্বামী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৮:২২

সবুজবাগে স্ত্রীকে ‘শ্বাসরোধে হত্যা করে’ পালালেন স্বামী

রাজধানীর সবুজবাগের ওহাব কলোনির একটি বাসা থেকে তালা ভেঙে সিমা আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আশপাশের ফ্লাটের লোকজন ভিতর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে সংবাদ দেন। 

পরে বিকাল ৩ টার দিকে ওই বাড়ির পঞ্চম তলার ফ্লাট থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী রাজি পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, রাজি তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন। 

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দু-এক দিন আগে তাকে (সিমা) শ্বাসরুদ্ধকর হত্যা করে বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে গেছে স্বামী। প্রাথমিকভাবে এটাই ধারণা করা হচ্ছে। মরদেহের মুখ দিয়ে রক্ত নির্গত হচ্ছিল।’ 

তিনি বলেন, ‘ওহাব কলোনির পঞ্চমতলা ভবনের পঞ্চম তলায় স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া থাকতেন দম্পতি। বৃহস্পতিবার আশপাশের ফ্লাটের লোকজন ভিতর থেকে দূর্গন্ধ পেয়ে পুলিশকে সংবাদ দেন। পরে বিকাল ৩ টার দিকে ঐ বাড়ির পঞ্চম তলার ফ্লাট থেকে তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বাসিন্দা সিমা। তার স্বামী রাজি পলাতক রয়েছে। নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। তারা আসলে কথাবার্তা বলে তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।’

এআই/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর