Logo
Logo

রাজধানী

যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ২০:৩৯

যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় রাস্তা পার হওয়ার সময়ে কাভার্ড ভ্যানের চাপায় ২জন নিহত হয়েছেন। তৎক্ষাণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা স্বামী-স্ত্রী হতে পারেন। 

তাদের মধ্যে একজনের (পুরুষ) বয়স আনুমানিক ৭০ বছর, অপর জনের (মহিলা) বয়স ৬০ বছর। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার হোসেন বলেন, কাজলা পেট্রোল পাম্পের অদূরে পকেট গেইট দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে কাভার্ড ভ্যান তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এর মধ্যে নারী ঘটনাস্থলে প্রাণ হারালেও তার মরদেহ মিডর্ফোড হাসপাতালে রয়েছে। পুরুষ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান। তার মৃতদেহ সেই হাসপাতালে রয়েছে। পথচারীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

তিনি বলেন, কাভার্ড ভ্যানটি শনাক্তসহ নিহতদের পরিচয় পাওয়া চেষ্টা করা হচ্ছে। 

এআই/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর