Logo
Logo

রাজধানী

মহাখালী সাততলা বস্তিতে আগুন, পুড়ে গেছে ৬ ঘর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৭

মহাখালী সাততলা বস্তিতে আগুন, পুড়ে গেছে ৬ ঘর

ঢাকার মহাখালী সাততলা বস্তির আইপিএস স্কুল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে ৪টা ২৫ মিনিটের মধ্যে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে টিনশেড দুটি বাড়ির ৬টি ঘর পুড়ে যায়। 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তেজগাঁও ইউনিটের ৩টি ফায়ার ফাইটিং ইউনিট। তারা প্রায় ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন আগুন লাগার খবর নিশ্চিত করে বাংলাদেশের খবরকে বলেন, সাত তলা বস্তির পাশে এ ঘটনা ঘটে। তেজগাঁও স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, ছোটোখাটো ঘটনা হওয়ায় মিডিয়াতে জানানো হয়নি।

ক্ষতির পরিমাণ আনুমানিক ১,০০,০০০ টাকা বলে কর্তৃপক্ষ জানিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে গ্যাসের চুলাকে দায়ী করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ঘরগুলো পুড়ে যায়।

এমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর