পুরান ঢাকা থেকে আতশবাজি বিক্রেতা গ্রেপ্তার
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জবি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩১
রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকায় পটকা ও আশতবাজি বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় সঞ্জিত ধর নামে একজনকে বিপুল পরিমাণ বিস্ফোরক উপাদানসহ গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
রোববার (২৯ ডিসেম্বর) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে এক আতশবাজি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের আতশবাজি- পটকা, তারাবাতি, ক্র্যাকারস, ঝর্ণা বাতি, চকলেট বোম, রকেট বোম ইত্যাদি উদ্ধার করা হয়। তার কাছে থেকে মোট ১৮ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক উপাদান উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করা হয়েছে। মামলা নং-১৭।
ওসি আরও বলেন, আসন্ন থার্টি ফার্স্ট নাইট পালন উপলক্ষে অভিযান পরিচালিত হচ্ছে, যা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থার্টি ফার্স্ট নাইটে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার অনুরোধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জেএন/ওএফ