ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর পুরানা পল্টনের একটি ভবনে মঙ্গলবার (জানুয়ারি) সকালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভানোরর কাজ করছে ফায়ার সার্ভিস। হতাহতদের উদ্ধারে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউস নামের একটি চারতলা ভবনের দোতলায় আগুন লাগে। এখানে একটি ল চেম্বার আছে, সেখানেই আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম সকালে গণমাধ্যমকে বলেন, ‘সকাল ৯টা ১৭ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার কথা জানতে পারে। সাত মিনিটের মধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট চলে যায়। আরও তিনটি ইউনিট সেখানে কাজ করছে।’
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা ডিভিশনের উপপরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আগুন লাগা ভবনটি একটি ল' চেম্বার। এখানে কাগজপত্র ও বই থাকাতে আগুন দ্রুত ছড়িয়ে গেছে। ভবনটি পুরাতন ও অগ্নিনির্বাপণের কোন ব্যবস্থা ছিল না। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।’
এসআইভি/এমআই