মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪০
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২৩:২৮
![মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪০](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/11/Untitled-design-(10)-6782aa4815fa6.jpg)
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সাড়ে চার ঘণ্টার অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদপুর থানা পুলিশের বরাত দিয়ে তিনি জানান, মোহাম্মদপুরের রায়ের বাজার, বোর্ডঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছে থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এনএমএম/এমএইচএস