Logo

রাজধানী

মাদক অধিদপ্তরে তোলপাড়

ডিসপ্লেতে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:১৮

ডিসপ্লেতে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে’

‘ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে’ এমন লেখা এবার ভেসে উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকার গেন্ডারিয়া (দক্ষিণ) কার্যালয়ের ভবনে লাগানো ডিসপ্লে বোর্ডে। এ নিয়ে অধিদপ্তরে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি পুলিশ বাদী হয়ে সাধারণ ডায়েরিও (জিডি) করেছে বলে জানা গেছে। 

রোববার (১২ জানুয়ারি) মাঝরাতে ওই ডিসপ্লেতে ছাত্রলীগ ভয়ংকর রূপে ফেরার লেখাটি দেখেন স্থানীয়রা। পরে তারা জড়ো হয়ে কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। ঘটনা জানতে পেরে গেন্ডারিয়া থানা পুলিশ গিয়ে তাৎক্ষণিক ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। অধিদপ্তর থেকেও একজন জিডি করতে এসেছেন।

এর আগেও কমলাপুর স্টেশন, খুলনা রেল স্টেশনসহ দেশের বেশ কয়েকটি জেলায় সরকারি অফিস কিংবা অধিদপ্তরের এ ধরনের ডিসপ্লে বোর্ডে ছাত্রলীগের স্লোগান ভেসে ওঠার অভিযোগ রয়েছে। গত শনিবার সন্ধ্যার পর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভেসে ওঠে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা। এর আগে নোয়াখালী, ফেনীতেও এ ধরনের ঘটনা ঘটে।

এনএমএম/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর