স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:০৭
ছবি : বাংলাদেশের খবর
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে দক্ষিণখান থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় খোকনসহ ৯ জনের নাম উল্লেখ্য করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) ভুক্তভোগী যুবদলকর্মী এনামুল হাসান শ্যামলের ভাই ইলিয়াস হোসেন বাদী হয়ে এ মামলাটি করেন।
ঘটনার বিষয়ে হামলার শিকার ভুক্তভোগী এনামুল হাসান শ্যামল বলেন, গত (৯ জানুয়ারি) বৃহস্পতিবার রাত ৮টার দিকে মামলার প্রধান আসামি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকন ফোন করে তার অফিসে ডেকে নেয়। এরপর খোকনের প্রধান সহযোগী ফরহাদসহ ২০-২৫জন মিলে তার ওপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করেন।
এর আগে, গত (৬ জানুয়ারি) দক্ষিণখানের মাটির মসজিদ এলাকায় শ্রমিকদলের ৪৭ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব সাইফুল ইসলাম কাজলও বিমানবন্দর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিকের ওপরও হামলার অভিযোগ ওঠে খোকনের বিরুদ্ধে। তবে এই ঘটনায় থানায় কোনো অভিযোগ করা সম্ভব হয়নি বলে জানান অভিযোগকারীরা।
বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে এই ঘটনার কারণে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ক্ষমতার দাপট ও আধিপত্য বিস্তারের জন্যই এস এ খোকন এমন কর্মকাণ্ড চালাচ্ছেন। এছাড়া, খোকনের সহযোগী ফরহাদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান স্থানীয়রা।
অভিযোগের বিষয় জানতে চাইলে, স্বেচ্ছাসেবক দল নেতা এস এ খোকন বলেন, এ ধরনের ঘটনায় আমি জড়িত নই। রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার দীর্ঘদিনের ক্যারিয়ার ধ্বংস করতে ষড়যন্ত্র করা হচ্ছে।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোন রিসিভ করেননি।
এএস/এমআই