Logo

রাজধানী

পূবালী ব্যাংকের কমলাপুর শাখায় তালা দিল পুলিশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:১০

পূবালী ব্যাংকের কমলাপুর শাখায় তালা দিল পুলিশ

ছবি : বাংলাদেশের খবর

বাথরুম (শৌচাগার) ব্যবহার করাকে কেন্দ্র করে কমলাপুর রেলওয়ে স্টেশনে পূবালী ব্যাংকে তালা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) কমলাপুর পূবালী ব্যাংকের রেলওয়ে স্টেশন শাখার ম্যানেজার সাঈদ এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ‘আমরা ১৯৬৭ সাল থেকে কমলাপুর স্টেশনে কার্যক্রম পরিচালনা করে আসছি। সরকারের অনুমোদন নিয়ে দ্বিতীয় তলার ৩৭৮ ফিট জায়গায় আমরা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছি। রেলওয়ের সুপার আমাদেরকে একটি টয়লেট ব্যবহারের অনুমতি দেয়। 

সোমবার (১৩ জানুয়ারি) রাতে আমাদের দুজন মিস্ত্রী ওখানে কাজ করতে যায়। এসময় পুলিশ তাদের ভেতরে রেখে বাইরের কলাপসিবল গেইটে তালা দেয়। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।  ডিজিকেও বিষয়টি মঙ্গলবার লিখিতভাবে জানানো হবে।

 এ রিপোর্ট লেখা পর্যন্ত রেলওয়ে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায় নি।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর