এনসিটিবির অভিযান
নীলক্ষেতে মিলল বিনামূল্যের পাঠ্যবই, জরিমানা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ২১:২৬
সরকার থেকে শিক্ষার্থীদের দেওয়া বিনামূল্যের পাঠ্যবই বিক্রি হচ্ছে রাজধানীর নীলক্ষেত মার্কেটে- এমন তথ্যে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। অভিযানে নীলক্ষেতের কয়েকটি লাইব্রেরিকে এক হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে নীলক্ষেতে এ অভিযান চালানো হয়। এ দিন রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এনসিটিবির চেয়ারম্যান প্রফসের ড. এ কে এম রিয়াজুল হাসান।
তিনি বাংলাদেশের খবরকে বলেন, ‘নীলক্ষেতে একটি অভিযান হয়েছে। এটি মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান চালানো হয়।’
যদিও নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন বাংলাদেশের খবরকে বলছেন, এমন কোনো অভিযান তারা করেননি। তবে জেলা প্রশাসনের হয়ে থাকতে পারে বলে জানান তিনি।
অপর দিকে জানতে চাইলে ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (বিচার শাখা) রাফে মোহাম্মদ ছড়া বাংলাদেশের খবরকে বলেন, নীলক্ষেতে তো আমাদের কেউ যায়নি। গেলে অবশ্যই জানতাম। এরপরও আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে।
নীলক্ষেতের দোকানদার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, অভিযানে কয়েকটি লাইব্রেরিতে সরকারের বিনামূল্যের পাঠ্যবই পাওয়া যায়। এর মধ্যে চায়না বুক হাউজ, মিজি বুক হাউজ, বইয়ের দেশ-২ ও মামুন বুক হাউজসহ কয়েকটি লাইব্রেরি থেকে বিনামূল্যের পাঠ্যবই উদ্ধার করা হয়। পরে এসব দোকানের মালিকদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এনএমএম/এমজে/ওএফ