কামরাঙ্গীরচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পলিথিন কারখানা সিলগালা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ২২:০১
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর কামরাঙ্গীরচরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতের অপরাধে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি পলিথিন কারখানা সিলগালা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় ১০০ টনেরও বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কামরাঙ্গীরচরের ব্যাটারি ঘাট ও মাদবর বাজার এলাকায় ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসীম উদ্দিনের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিরাপত্তা জোরদার করা হয়। এসময় পলিথিন কারখানা সিলগালা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে বলেন, পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কতিপয় অসাধু কারখানার মালিক পলিথিন উৎপাদন ও বাজারজাত করছিলেন।
তিনি আরও বলেন, কামরাঙ্গীরচরের এসব অবৈধ পলিথিন কারখানার বিরুদ্ধে আজ পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতে লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোয়েব আহমেদ খান, সহকারী পুলিশ কমিশনার জুয়েল চাকমা এবং কামরাঙ্গীরচর থানার ওসি উপস্থিত ছিলেন।
এনএমএম/এমআই