রাজধানীর মধ্য বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জুয়েল খন্দকার ( ৫০) গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৭ টার দিকে মধ্য বাড্ডা আলাতুননেসা গলিতে তিনি গুলিবিদ্ধ হন।
মো. জুয়েল খন্দকার মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার রবিউল্লাহ খন্দকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৭ টার দিকে মধ্য বাড্ডা আলাতুননেসা গলিতে অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় চালক দলের নেতা জুয়েল খন্দকারের ডান উরুতে গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ জুয়েল খন্দকার ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এআই/এমবি