হোস্টেল থেকে ইডেন কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪৪
প্রতিকী ছবি
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে পুষ্পিতা বিশ্বাস (২১) নামে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুষ্পিতা ইডেন মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি জামালপুর সদর উপজেলার বসাক পাড়া গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পুষ্পিতা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।হোস্টেলটিতে ১৬ জন ছাত্রী মিলে থাকতেন। সবার অগোচরে পুষ্পিতা এই ঘটনা ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মো. জব্বার বলেন, ‘তদন্ত সাপেক্ষে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’
এআইবি/এমআই