Logo

রাজধানী

রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:০৩

রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। 

রোববার (১৯ জানুয়ারী) সকালে রাজধানীর  কাওলা রেলগেইটে ও ক্যান্টনমেন্ট স্টাফ রোড এলাকায় ঘটনা দুটি ঘটে। 

সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাড়ির উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ বলেন, রোববার সকালে কাওলা রেলগেইট এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া সোনার বাংলা এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ হারান অংকিতা মজুমদার । 

তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উসমানপুর গ্রামের মো. উজ্জ্বল মজুমদারের মেয়ে। স্বামী নয়ন মিয়া। বর্তমানে উত্তরার ১৩ নম্বর সেক্টর ১৮ নম্বর রোডের ২৭ নম্বর ভাড়া বাসায় থাকতেন। 

তিনি আরও বলেন, অংকিতা ৬ বছর আগে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নয়ন ইসলামকে বিবাহ করেন।

অপরদিকে, ভোর সাড়ে ৫টার দিকে ক্যান্টনমেন্ট স্টাফ রোড এলাকায় বিমানবন্দর থেকে ছেড়ে আসা কমলাপুরমুখী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে খণ্ডিত হয়ে ৬০ বছর বয়সী এক নারী মারা যান। 

পুলিশের ধারনা- ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন। 

পুলিশের ওই কর্মকর্তা বলেন, মৃত নারীর পরনে ছিল কালো বোরখা, ছাপা শাড়ি, খয়েরি বেলাউজ, হালকা হলুদ পেডিকোড। 

আমিনুল/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর