ডাকাতির মামলা নিতে গড়িমসি, গুলশান থানার ওসি বরখাস্ত

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২১:৪২
-678d1d6171549.jpg)
গত ১১ জানুয়ারি রাজধানীর গুলশান এভিনিউয়ের ২৯ নম্বর রোডে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গড়িমসির কারণে মামলা করতে পারেননি।
পরে বিষয়টি ডিএমপির ঊধ্বতন কর্মকর্তাদের নজরে আনা হলে রোববার (১৯ জানুয়ারি) তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঘটনার দিন ডাকাতরা নিজেদের যৌথবাহিনীর সদস্য পরিচয় ওই ব্যবসায়ীর বাড়িতে ঢুকে নগদ ৪৬ লাখ টাকা, ৬০ ভরি সোনাসহ বেশকিছু জিনিস নিয়ে যায়।
ঘটনার পর ওই ব্যবসায়ী বেশ কয়েক দিন ধরে একাধিকবার গুলশান থানায় যান। কিন্তু তিনি মামলা করতে পারেননি।
অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, ‘ওসিকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।’
এনএমএম/এমজে