Logo

রাজধানী

চাকরিতে ৩৫ প্রত্যাশীদের পদযাত্রায় পুলিশের বাধা, ধস্তাধস্তি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৬:০৪

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগের বিক্ষোভ সমাবেশ শেষে সচিবালয়ে যাওয়া পথে পুলিশি বাধার মুখে পড়েছেন বিক্ষোভকারীরা। সেখানে পুলিশের ব্যারিয়ার ভেঙ্গে সামনে যাওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। 

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে বিক্ষোভরতরা সেখানেই অবরোধ করে রাস্তায় বসে পড়েছেন। এ সময় কারও কারও হাত আহত হয়ে রক্তাক্ত হতে দেখা গেছে। 

বিক্ষোভকারীরা জানান, সকাল থেকে ৩৫ প্রত্যাশীরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তবে বিকেলে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে উভয়ের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তারা অভিযোগ করেছেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছেন। 

এক আন্দোলনকারী বলেন, আমরা ১২ বছর ধরে চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করছি। আজ আমাদের ন্যায্য দাবি আদায়ে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রসঙ্গত, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে বেশ কয়েক বছর ধরেই আন্দোলন করে আসছেন চাকরিপ্রত্যাশীরা। তারা বলছেন, চাকরিতে প্রবেশের বর্তমান বয়সসীমা (৩০ বছর) অযৌক্তিক এবং বেকারত্বের সংকট ঘনীভূত করছে। 

এ বিষয়ে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা আন্দোলনকারীদের শান্তিপূর্ণ অবস্থানে কোনো বাধা দেইনি। কিন্তু তারা সড়ক অবরোধ করলে জনগণের ভোগান্তি এড়াতে তাদের সরে যেতে বলছি। এদিকে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

এনএমএম/এমএইচএস


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর