ছবি : বাংলাদেশের খবর
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াসউদ্দিন মিয়াকে বদলির প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে মিরপুর মডেল থানার সামনে তারা বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, ‘ওসি গিয়াসউদ্দিন মিয়া একজন দায়িত্বশীল ও জনবান্ধব কর্মকর্তা। তাকে ষড়যন্ত্রমূলকভাবে বদলি করা হয়েছে বলে তাদের দাবি। তারা বলেন, ‘সকাল ১০টার মধ্যে তার বদলির আদেশ স্থগিত করতে হবে। অন্যথায় আমরা থানার কার্যক্রম বন্ধ করে দেব।’
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে ফের থানার সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জাওয়াদ খান জানান, গতকাল রাত থেকে তারা থানার গেটের সামনে অবস্থান করছেন। “ওসি গিয়াসউদ্দিন মিয়া একজন ভালো মানুষ। তার বদলি আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক শিক্ষার্থী রিফাতুল হক শাওন বলেন, ‘মিরপুর অঞ্চলের সাতটি থানার কোনো ওসিকে আমরা বদলি হতে দেব না।’
এদিকে, ওসি গিয়াসউদ্দিন মিয়াকে বদলির আদেশ জারি হওয়ার পর থেকে তাকে আর থানায় দেখা যায়নি। বর্তমানে থানার গেটের নিয়ন্ত্রণে রয়েছে শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীরা বলছেন, তাদের দাবি মেনে নেওয়া না হলে থানার সামনে বিক্ষোভ অব্যাহত থাকবে।
এএস/এমআই