Logo

রাজধানী

‘যুবকের আচরণ’ সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিলেন তরুণী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ২১:১৭

‘যুবকের আচরণ’ সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিলেন তরুণী

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া কাজিরগাঁয়ে নিজবাসায় শারমিন আক্তার পপি (২০) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। 

স্বজনরা উদ্ধার করে তাকে বিকেল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পপির বাবা আব্দুস সোবাহান বলেন, ‘মেয়ে এবার স্থানীয় নবারণ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছে। পপির পরিচিত এক যুবক তার সাথে সম্পর্ক করতে চাইত। আমার মেয়ে এ বিষয়ে পাত্তা দিত না। গতকাল (মঙ্গলবার) বাংলামোটর রূপায়ন টাওয়ারে আমাদের পারিবারিক একটা অনুষ্ঠান ছিল। নাতির আকিকা। সেই অনুষ্ঠানে ওই ছেলে গিয়ে আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে। এক পর্যায়ে মারধর করে। তার হাত থেকে মোবাইল কেড়ে নেয়।’ 

ওই ছেলের নাম বলতে পারেননি স্বজনরা।

বুধবার দুপুরে সবার অগোচরে রুমে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন পপি।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পপির বাবা আরও বলেন, ‘ওই ছেলের আচরণেই অভিমানে আত্মহত্যা করতে পারে।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’

পপি শনির আখড়া কাজিরগাঁয়ের স্থায়ী বাসিন্দা গাড়ি ব্যবসায়ী আব্দুস সোবাহানের মেয়ে। চারবোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

এআই/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর