Logo

রাজধানী

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে পিজি হাসপাতালের পেছনের রাস্তায় মই লাগিয়ে বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন ওই শ্রমিক। 

এ সময় বিদুৎস্পৃষ্ট হয়ে ওপর থেকে পড়ে যান তিনি। পরে আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ওই শ্রমিকের নাম জাহিদ (৩০)। তিনি জামালপুর সদর উপজেলার হেলাল উদ্দিনের ছেলে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় প্রথমে জাহিদকে পিজি হাসপাতালে, এরপরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান । 

এসব তথ্য জানিয়ে তার সহকর্মী মো. ইলিয়াস বলেন, তারা ঠিকাদারের অধীনে কাজ করতেন। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

আমিনুল/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর