ছবি : সংগৃহীত
রাজধানীর কেরানীগঞ্জে দেয়াল ধসে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চর রহিতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুলতানা বেগম (৫০) দিনাজপুরের খানসামা থানার হোসেনপুর গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে চর রহিতপুর এলাকায় বসবাস করছিলেন।
সুলতানার ছেলে মেহেদী হাসান জানান, শুক্রবার বিকেলে তার মা বাসার পাশের রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন। এ সময় রাস্তার পাশে একটি বাড়ির বাউন্ডারির দেয়ালের ইটের কিছু অংশ হঠাৎ তার গায়ের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহতের দেহ মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এআইবি/এটিআর