Logo

রাজধানী

হাতুড়ির আঘাতে গৃহবধূ নিহত, স্বামী আটক

Icon

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৫

হাতুড়ির আঘাতে গৃহবধূ নিহত, স্বামী আটক

ছবি : সংগৃহীত

রাজধানীর বংশালে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতুড়ির আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী মো.ইব্রাহিম খানকে (৩৭) আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বংশাল ২৪ নং শিক্ষাটলি নাজিরা বাজার এলাকায় ঘটনাটি ঘটে। 

নিহত গৃহবধূ মাকসুদা খানম (৩০) সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার গোপালপুর গ্রামের মাওলানা হাফেজ আব্দুল বাতেন খানের মেয়ে। বংশালে স্বামীর সঙ্গে পরিবারসহ বসবাস করতেন তিনি।

নিহতের চাচা মাওলানা আব্দুল লতিফ জানান, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে মাকসুদা ও ইব্রাহিমের বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। ইব্রাহিম পেশায় অনলাইনে মেডিসিনের ব্যবসা করতেন। তিনি ঠিকমতো সংসারের খরচ চালাতেন না। সামান্য বিষয় নিয়ে স্ত্রী মাকসুদার সঙ্গে তার প্রায়ই ঝগড়া হত।

শুক্রবার সন্ধ্যায় পারিবারিক অশান্তির এক পর্যায়ে ইব্রাহিম হাতুড়ি দিয়ে মাকসুদার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে ইব্রাহিম নিজেই থানায় ফোন করে এবং মাকসুদার চাচাকে জানায়। পরে পুলিশ মাকসুদার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বংশাল থানার উপ-পরিদর্শক এসআই মো. ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, মাকসুদার ছোট ভাই মোস্তাফিজুর রহমান থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ইব্রাহিমকে আটক করা হয়েছে।

এআইবি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর