Logo

রাজধানী

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৫ এলাকার বাতাস ঝুঁকিপূর্ণ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:৫৯

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৫ এলাকার বাতাস ঝুঁকিপূর্ণ

ছবি : সংগৃহীত

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২৭৩ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এদিন ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৪০ গুণ বেশি রয়েছে। 

এ সময় ৩০১-এর বেশি একিউআই স্কোর নিয়ে আজ ঢাকার ৫ এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এলাকাগুলো হলো— গোড়ান (৫৯১), সাভারের হেমায়েতপুর (৪৯৯), ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৩৬৬), বেচারাম দেউড়ি (৩৩০) ও মিরপুরের ইস্টার্ন হাউজিং (৩২২) এলাকা। 

তালিকায় এর পরেই রয়েছে গুলশান লেক পার্ক এলাকা (২৯৭), কল্যাণপুর (২৭৫), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৫০), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২৪৪), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৪০)। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

বায়ুদূষণে আজ বিশ্বের শহরগুলোর তালিকায় ঢাকার পরেই রয়েছে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি। যথাক্রমে ২৫৭ ও ২৩৫ একিউআই স্কোর নিয়ে শহর দুটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। 

সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ডিআর/এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর