Logo

রাজধানী

রাজধানী

দিন দুপুরে কবজি কেটে নিল ছিনতাইকারীরা

Icon

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০০:৩০

দিন দুপুরে কবজি কেটে নিল ছিনতাইকারীরা

রাজধানীর আদাবরে ছিনতাইকারীরা এক যুবকের কবজি কেটে তার টাকা-মোবাইল ফোন নিয়ে গেছে। গুরুতর আহত ওই যুবকের নাম মো. সুমন শেখ (২৬)। পেশায় তিনি ঢালাই মিস্ত্রির সহকারী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ২টার দিকে আদাবর ১০ নম্বর রোড বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বিকেল ৪টার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন এক পথচারী। 

আহত সুমন শেখ বলেন, গতকাল রাতে আদাবর ১০ নম্বর রোডে আমার ফুফু শাশুড়ির বাসায় বেড়াতে গিয়েছিলাম। ফুফুর কাছে আমার জমানো ১৫ হাজার টাকা ছিল। 

তিনি বলেন, দুপুরে সেখানে খাবার খেয়ে টাকা নিয়ে বের হয়ে আদাবর বালুর মাঠ এলাকায় দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ওই সময় ৪-৫ জন ছিনতাইকারী রাস্তা গতিরোধ করে পকেটের টাকা ও মোবাইল কেড়ে নিতে চায়। তখন ধস্তাধস্তির এক পর্যায় আমি দৌড়াতে থাকি। তখন পেছন থেকে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র-চাপাতি দিয়ে হাতে কোপ দিলে আমার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এরপর তারা আমার কাছে থাকা ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে ওই এলাকার লিটনের সহযোগিতায় হাসপাতালে আসি। 

লিটন বলেন, বালুর মাঠ এলাকায় ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরে তাকে হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ছিনতাইকারীর আঘাতে আহত হয়ে আসা ওই যুবককে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

আহত সুমনের গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার। তার বাবার নাম মৃত বীরমুক্তিযোদ্ধা শাহাদাত শেখ। বর্তমানে মিরপুর-১ জোনাকি রোড হাবুলের পুকুরপাড় এলাকায় থাকেন।

  • এআইবি/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর